যে ১৭ শ্রেণীর লোক মুসলিম হয়েও জান্নাতে যাবে না !
১. প্রতিবেশীর সাথে খারাপ আচরণ কারী ।
২. পিতা - মাতার অবাধ্য সন্তান ।
৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ।
৪. হারাম দিয়ে দেহ গঠনকারী ।
৫. উগ্রতা / অশ্লীল ভাষা ব্যবহারকারী ।
৬. যে শাসক প্রজাদেরকে ধোকা দেয় ।
৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী ।
৮. উপকার পর খোঁটা দানকারী ।
৯. চোকলখোর যে অন্যের দোষ বলে বেড়ায় ।
১০. যে নিজের পিতা - মাতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা - মাতা হিসেবে গ্রহণ করে ।
১১. দাম্ভিকতা বা অহংকার কারী ।
১২. যে রাসূল সাঃ কথাকে সবকিছুর উপর প্রাধান্য দেন না বা দিতে চায় না ।
১৩. যে মহিলা কথায় কথায় অকারণে স্বামীর কাছে তালাক চায় ।
১৪. যে আলেম দুনিয়ার অর্থ বা সম্মানের লাভের জন্য জ্ঞান শিখেছে । কারী ।
১৫. কালো কলপ ব্যবহার করা ব্যক্তি
১৬. লোক দেখানোর উদ্দেশ্যে আমল কারী
১৭. যে ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করে।