দেবরকে ভাইয়ের মত ভেবে হাসিঠাট্টা করছেন❓
তাঁর সামনে বেপর্দায় আছেন ,সাবধান হও প্রিয়-বোন 'দেবর মৃত্যু সমতুল্য।'
[বুখারী শরীফঃ ৫২৩২]
উকবাহ ইবনু আমির রাদ্বিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ্ ( ﷺ ) বলেছেনঃ---۞
{তোমরা (বেগানাহ) নারীদের নিকট গমন করা পরিত্যাগ কর। জনৈক আনসারী ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ্! দেবর সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেনঃ দেবর তো মৃত্যু সমতুল্য।
[সহীহুল বুখারীঃ ৫২৩২, সহিহ মুসলিমঃ ৫৫৬৭]
🌸ইবনে ওহাব বলেনঃ----
(আমি লাইস ইবনে সা’দকে বলতে শুনেছি, “দেবর” বলতে স্বামীর ভাই এবং ঘনিষ্ঠ আত্বীয়-স্বজন, যেমন, চাচাতো ভাই ইত্যাদি বুঝায়।)
[সহিহ মুসলিমঃ ৫৫৬৯]
(মৃত্যু যেমন জীবনের জন্য ভয়ানক, অনুরূপভাবে চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই-বোন ও দেবর-ভাবী ও শালিকা-দুলাভাইয়ের সাক্ষাত ঈমান আমলের জন্য তদ্রূপ ভয়ানক।)