ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ
হযরত আবদুল্লাহ্ ইবন উমর (রা) বলেন, নবী করীম (সা)-এর ঘোষণায় গুরুতর কবীরা গুনাহ হচ্ছে, আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা, মিথ্যা হলফ করা। (বুখারী)।
হযরত আনাসের বর্ণনায় হাদীসটিতে মিথ্যা হলফের পরিবর্তে মিথ্যা সাক্ষী দেওয়ার কথা উল্লেখ রয়েছে। (বুখারী, মুসলিম)।
মু’আ ইন জাবালের বর্ণনা : নবী কারীম(সা) আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন :
১. আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদিও তােমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়
২. পিতামাতার অবাধ্য হবে না যদিও তারা তােমাকে স্ত্রী-পুত্র, ধন-সম্পদ পরিত্যাগ করতে বলেন
৩. ইচ্ছে করে কখনাে ফরয নামায তরক করবে না। কেননা তা করলে আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে হিফাযতের দায়িত্ব উঠে যায়
৪. কখনাে শরাব পান করবে না, কেননা তা হচ্ছে সকল অশ্লীলতার উৎস
৫. সাবধান! গুনাহ থেকে বেঁচে থাকবে
৬. সাবধান! জিহাদের ময়দান হতে পলায়ন করবে না, যদিও সকলে ধ্বংস হয়ে যায়
৭. লােকের মধ্যে মহামারী দেখা দিলে সে স্থান ত্যাগ করবে না
৮. তােমার সামর্থ্যানুযায়ী পিতামাতার জন্য ব্যয় করবে
৯. পরিবারের লােকদের আদব-কায়দা শিক্ষা দিবে, শাসন করতে কখনাে দ্বিধা করবে
১০. তাদেরকে আল্লাহ্ তা’আলার ভয় প্রদর্শন করবে। (মুসনাদে আহমাদ ও মিশকাত)