মোনাজাতে কান্নাকাটি করে কাউকে চাওয়াটা বোধহয় সবচেয়ে বড় ভুল যেখানে আল্লাহ আপনার জন্যে উত্তম সঙ্গী নির্বাচন করেই রাখলেন৷ তাহলে কেনো আপনি অন্য একটা মানুষের জন্যে এতো হতাশ আর ডিপ্রেশানে থাকবেন!
আল্লাহ সূরা নাবায় বলেছেন "আমি কি তোমাদেরকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করিনি?
যে আপনার জন্যে না, তারে ভালোবেসে শান্তি খুঁজতে গেলেন অথচ সূরা রুমে যদি খেয়াল করেন তাহলে আল্লাহ বলেছেন "তোমাদের মধ্য থেকেই তোমাদের সহধর্মী সৃষ্টি করেছি, যেন তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো এবং তিনি তোমাদের ভেতরে একে অন্যের প্রতি ভালবাসা এবং দয়া দিয়েছেন"
যে আপনার মানুষ সেই মানুষটাকে আল্লাহ সাজিয়ে রেখেছেন৷ তাই হতাশ না হয়ে ভরসা রাখুন আল্লাহর উপর৷ সবুর করুন আপনার মানুষ আপনার কাছেই আসবে|