একটি কথা, "জামেয়া আলেম বানায়, অমুক দরবার ওলী বানায়।"
অথচ কুরআন অনুযায়ী, আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে । [ সূরাহ ফাতিরঃ ২৮]
যাঁরা আল্লাহকে ভয় করে তাঁদের'চে বড় ওলী কে?
নামের আগে পীর, পাকা মাজার আর উরস করলেই কি শুধু ওলী হয়?
মনে রাখবেন, কোনো দরবার যদি একজন ওলী বানায়, জামেয়া বানায় একশত জন । ওলীদের সংস্পর্শে থাকলে ওলী হয় । আলেম গুনাহ থেকে বেঁচে আমল করলে সবার আগে ওলী হয় ।
কারণ, হাদীসের ভাষ্যানুয়ায়ী - একজন সাধারণ মানুষের উপর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম) এর মর্যাদা যেমন, একজন বুজুর্গের উপর একজন আলেমের মর্যাদাও তেমন । [তিরমিজিঃ২৬৮৫]
জামেয়া শত শত সাচ্চা আলেম বানায় মানে শত শত ওলী বানায় । এরা প্রত্যেকে নবীর সৈনিক । শত বাধা-বিপত্তি সত্ত্বেও নির্ভীক হয়ে মূর্খদের মূর্খতা, ভন্ডদের ভন্ডামী রুখে দিতে এরা দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ অতীতে করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে, ইনশাআল্লাহ।