নামায ভঙ্গের কারণসমূহ
আমরা নামাজে জেনে না জেনে, বুঝে না বুঝে মনের অজান্তেই অনেক ভুল করে থাকি। সেই ভুলের জন্য আমাদের নামাজ আদায় কারণ যায়। তাই আমরা জেনে শুনে আমরা আমল করব।যেনো আমাদের নামাজ ভঙ্গ না হয়।
১. নামাযের ভিতর কথা বলা।
২. কোন লোককে সালাম দেয়া।
৩. সালামের উত্তর দেয়া।
৪. কিবলার দিক হতে বক্ষ ফিরানো।
৫. দাঁতের মধ্যে লেগে থাকা বস্তু খাওয়া। যা ছোলার সমপরিমাণ হয় ।
৬. পান করা।
৭. ওযর ব্যতিরেকে গলা পরিষ্কার করা আওয়াজ করা।
৮. উফ করা বা ফুঁ দেয়া [ধূলাবালি দূর করার জন্য]।
৯. কাতরানো।
১০. উহঃ আহঃ শব্দ করা।
১১. কোন ব্যথা বা দুঃখের কারণে শব্দ করে কাঁদা, তবে জান্নাত বা জাহান্নামের স্মরণে কাঁদলে নামায নষ্ট হবে না।
১২. ইয়ার হামুকাল্লাহ বলে হাঁচিদাতার জওয়াব দেয়া।
১৩.লা ইলাহা ইল্লাল্লাহু বলে আল্লাহর শরীক সম্পর্কে প্রশ্নকারীর
জওয়াব দেয়া ।
১৪. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কোন
দুঃসংবাদের জওয়াব দেয়া।
১৫. আলহামদুলিল্লাহ বলে কোন আনন্দদায়ক সংবাদের জওয়াব দেয়া।
১৫. সুবহানাল্লাহ বলে কোন আশ্চর্যজনক সংবাদের জওয়াব দেয়া।
১৭. নামাজে এমন কোন কথা বলা যা দ্বারা উত্তর দেয়া উদ্দেশ্য হয়।
১৮. তায়াম্মুমকারী ব্যক্তির পানি দেখা,যা সে ব্যবহার করতে সক্ষম।
১৯. নামাজে শব্দ করে হাসা।