বাড়ীঘরের অন্দরসজ্জা ও বিলাসিতা প্রসঙ্গ : নবিজি (ﷺ) এবং সাহাবাগন কতটা কঠোর ছিলেন...
নানা জায়গায় গেলে কিংবা ইন্টারনেটে ভিডিও দেখলে মানুষের ঘরবাড়ির উন্নত অন্দরসজ্জা চোখে পড়ে। বিষয়টি মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে।
মানুষ লাইটের পেছনে, কিংবা বিশেষ কোনো ফার্নিচারের পেছনে লাখ লাখ টাকা খরচ করছে। খাট কিনতেও কয়েক লাখ টাকা খরচ করছে।
একজনের ভ্যানিটি ব্যাগ আছে ৭০টির বেশি। পুরো আলমারি ভরা জুতোর কালেকশন। এগুলো নিয়ে ভাবছিলাম। এরকম সময়েই নিম্নোক্ত হাদিসগুলো মনের ভেতর রীতিমতো ভয় ধরিয়ে দিলো।
হযরত আয়েশা রা. থেকে বর্নিত।
💎 একবার রাসূল (ﷺ.) একটি সমর অভিযানে বের হলেন। এই ফাঁকে আয়েশা রা. ঘরের প্রবেশমুখে ভেলভেটের একটি পাটি বিছিয়ে দিলেন।
নবিজি (ﷺ ) ফিরে এসে এই দৃশ্য দেখতে পেয়ে খুশি হন নি। বরং তিনি পাটিটি তুলে ফেলেন এবং বলেন, পাথর ও কাঁদামাটিকে কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দেননি।
(মুসলিম : ৩/১৬৬৬)
💎সাফীনাহ আবূ ‘আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। একবার এক ব্যক্তি আলী ইবনু আবু তালিব রা.-কে দাওয়াত করে তার জন্য খাদ্য তৈরি করে দিয়ে গেলো।
📍ফাতিমা রা. বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কে দাওয়াত দিলে তিনি আমাদের সঙ্গে আহার করতেন। সেদিনও আলী রা. তাঁকে দাওয়াত দিলেন এবং তিনি এসে দরজার চৌকাঠের উপর নিজের হাত রাখলেন।
একটি রঙ্গীন পর্দা ঘরের এক দিকে টানিয়ে রাখা - এমন দৃশ্য দেখতে পেয়ে ঘরে প্রবেশ না করে নবিজি সা. ফিরে গেলেন।
ফাতিমা রা. তখন আলী রা. কে বললেন, “গিয়ে দেখুন, তিনি কেন ফিরে যাচ্ছেন?” আলী রা. নবিজি (ﷺ) এর পেছনে দৌড়ে গিয়ে তাকে প্রশ্ন করলেন------
“হে আল্লাহর রাসূল! কেন আপনি ফিরে যাচ্ছেন?” নবিজি সা. বললেনঃ আমার জন্য বা কোনো নবির জন্যই কারুকার্য খচিত সজ্জিত ঘরে প্রবেশ করা সমীচীন নয়।
(আবু দাউদ : ৩৭৫৫, আহমাদ, ৫/২২১)
📍ইবনে উমর রা. একবার আবু আইউব রা. কে তার বাসায় দাওয়াত দিলেন। সেখানে ঘরের দেয়ালে নকশার মতো একটা কিছু ঝোলানো ছিল। আবু আইউব রা. এই দৃশ্য দেখে অসুন্তষ্ট হলেন। ইবনে উমর রা. বললেন, এগুলো বাড়ীর মেয়েরা করেছে।
আবু আইউব রা. বললেন, ‘অবশ্যই কিছু মানুষের কার্যক্রম নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তবে তার মধ্যে তুমি আছো এটা আমি ভাবতেও পারিনি। আমি তোমার বাসার খাবার খাবো না।’ এটুকু বলেই তিনি চলে গেলেন।
(ফাতহুল বারী : ৯/২৪৯)
আবু জুহাইফা রা. থেকে বর্নিত।
💎রাসূল (ﷺ) বলেছেন, ------
একটা সময়ে তোমাদের মধ্যে অনেক ধনী লোক আসবে। এতটাই ধনী, যারা নিজেদের ঘরগুলোকে কাবার গেলাফের মতো কাপড় দিয়ে আবৃত করে রাখবে। মনে রেখো, তাদের ভালো থাকাটা শুধুই এই জগতের জন্য। পরকালে তাদেরকে এর প্রতিদান সহ্য করতে হবে।
(সহিহ আল জামি : ৩৬১৪)