যেজন্য আপনার দুআ কবুল হচ্ছে না
বিপদে পড়লে আমরা অনেকেই দুআ ইউনুস পড়ি। কিন্তু সবসময় দুআটা কাজে দেয় না। এর কারণ কী?
একটা গল্প এখানে প্রাসঙ্গিক। নববী যুগের গল্প। উহুদ যুদ্ধের পরের ঘটনা। সাহাবীরা নবীজির সাথে মদীনায় ফিরে এসেছেন। প্রচুর মানুষ হতাহত হয়েছে এই যুদ্ধে। আহতদের দাগ তখনো শুকায়নি। এমন ব্যথাতুর সময় সাহাবীদের মনে ত্রাস সৃষ্টি করার অসৎ উদ্দেশ্যে কেউ একজন গুজব ছড়ালো, মুশরিকরা সবাই জড়ো হচ্ছে। এবার পুরো দমে তোমাদের শেষ করে দেবে। ঘটনাটি আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন|
‘এদেরকে (অর্থাৎ সাহাবীদেরকে) লোকেরা বলেছিল, তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো; কিন্তু এ কথা তাদের ঈমানকে আরও বাড়িয়ে দিলো এবং তারা বলে উঠল, “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক।”’ (সূরা আলে ইমরান, ৩: ১৭৩)
বিপদের মুখে মানুষ যখন ঘাবড়ে যায়, সাহাবীগণ তখন হিম্মতের পরিচয় দিয়েছেন। বিহ্বল হবার পরিবর্তে ঈমানি চেতনা জাগিয়ে তুলেছেন। মূলত আল্লাহর সাহায্যের প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসার কারণে তাঁরা দমে যায়নি। দুনিয়াদারদের ক্ষমতা তাঁদের ভীত করতে পারেনি, উল্টো ঈমান বাড়িয়ে দিয়েছে।
বিপদের সময় 'দুআ ইউনুস' পড়ার সময়ও আমাদের এমন দৃঢ় বিশ্বাস থাকা চাই। ইয়াকীন ও ইখলাসের সাথে দুআটি করতে হবে। কঠিন বিপদে বিগড়ে না গিয়ে এই দৃঢ় বিশ্বাস অন্তরে গেঁথে নিতে হবে, যদি কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, তাহলে কেবল আল্লাহই পারবেন। এই ইয়াকীন ও ইখলাসের সাথে একাগ্রচিত্তে আল্লাহকে আহ্বান করতে হবে। তবেই আল্লাহ তাআলা ইউনুস (আ.)-কে যেভাবে সাড়া দিয়েছিলেন, ইনশাআল্লাহ তিনি আপনাকেও সাড়া দেবেন।
'বিপদমুক্তির হাতিয়ার: দুআ ইউনুস' বই থেকে